
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদর সিউড়ির রবীন্দ্রপল্লী রাসমেলা উপলক্ষ্যে এবারও বীরভূম জেলা ব্যাপী প্রতিযোগীদের নিয়ে ৩ ডিসেম্বর একদিনের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিউড়ি, বোলপুর, কীর্ণাহার, লাভপুর, দুবরাজপুর এমন সব এলাকা থেকে মোট ২৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তাদের মধ্যে মহিলা প্রতিযোগী ৩ জন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাস মেলা কমিটির কর্ণধার তথা আয়োজক বিকাশ সাহা, সঞ্চালক বরুণ দাস, সংস্থার সহ সভাপতি সন্দীপ পাল প্রমুখ। এদিনের প্রতিযোগিতায় মুখ্য বিচারক রূপে আসীন ছিলেন শিক্ষক তাপস বিশ্বাস। বীরভূম জেলা দাবা সংস্থার সেক্রেটারি তথা শিক্ষক বিজয় সাউ জানিয়েছেন বীরভূম জেলা ব্যাপী দাবা খেলার প্রচার ও প্রসারের লক্ষ্যে এই নিয়ে দ্বিতীয় বর্ষের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ থেকে ২৫ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করে। পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারীদের হাতে সংস্থার পক্ষ থেকে পুরস্কার বাবদ ট্রফি তুলে দেওয়া হয়।