
মেহের সেখঃ
৪ ডিসেম্বর সোমবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের প্রেক্ষাগৃহে আমেরিকার বিশিষ্ট কবি দান্তে মিশোর সঙ্গে একটি সাংস্কৃতিক মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের আঞ্চলিক সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ। সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের আঞ্চলিক সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ তাঁর সংক্ষিপ্ত ভাষণে দান্তে মিশোর লেখালেখি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ড. সুবোধ সরকার। উপস্থিত শ্রোতাদের সঙ্গে আমেরিকার বিশিষ্ট কবি দান্তে মিশোর পরিচয় করিয়ে দিতে গিয়ে কবি সুবোধ সরকার আমেরিকার সঙ্গে কলকাতা এবং শান্তিনিকেতনের যোগাযোগের প্রসঙ্গটি তুলে ধরেন। অনুষ্ঠানে আমেরিকান কবি দান্তে মিশো তাঁর লেখা বেশ কয়েকটি কবিতা পাঠ করে শ্রোতাদের মন জয় করেন। কবি দান্তে মিশোর পাঠ করা কবিতা গুলোয় রূপক এবং চিত্রকল্পে যেভাবে ভারতীয় সংস্কৃতি উঠে এসেছে তাতে করে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে যে তাঁর অগাধ পাণ্ডিত্য রয়েছে তা সহজেই অনুমিত হয় শ্রোতাদের। এরপর কবি দান্তে মিশো কীভাবে ভারতীয় সংস্কৃতিকে জেনেছেন তা তাঁর বক্তব্যে তুলে ধরেন। বহু প্রবাসী ভারতীয়রা কীভাবে তাঁর মধ্যে ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর একটি ভালোবাসার ভিত তৈরি করেছিলেন তা তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন। উপস্থিত শ্রোতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় রত হয়ে পড়েন কবি দান্তে মিশো। এদিনের অনুষ্ঠানে কবি দান্তে মিশোর কবিতা পাঠের পর তাঁর লেখা দুটি কবিতার বাংলা অনুবাদ পড়ে শোনান কবি সুবোধ সরকার। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান সাহিত্য অকাদেমির সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক।
