সেখ রিয়াজুদ্দিনঃ
রামপুরহাট সমবায় ও গ্রাম উন্নয়ন ব্যাংক এর ডেলিগেট নির্বাচনকে প্রহসনে পরিণত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে, গণতান্ত্রিক পদ্ধতি ও নিয়ম-নীতি মেনে নির্বাচনের দাবিতে প্রতিবাদ, বিক্ষোভ সভা ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয় সোমবার সিপিআইএম বীরভূম জেলা কমিটির পক্ষ্য থেকে। এ আর ও,ডেলিগেট ইলেকশন অফ রামপুরহাট (সি এ আর ডি বি) র নিকট বিভিন্ন দাবির প্রেক্ষিতে ডেপুটেশন প্রদান করা হয়।প্রথমার্ধে দলীয় পতাকা হাতে ও বিভিন্ন দাবির প্রেক্ষিতে শ্লোগান সহকারে রামপুরহাট শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।এদিন স্লোগান থেকে আওয়াজ ওঠে সমবায় নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত অস্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে।খসড়া নির্বাচক তালিকা প্রকাশ থেকে চূড়ান্ত নির্বাচক তালিকা প্রকাশ ও প্রদান সব ক্ষেত্রে অযথা অনৈতিকভাবে বর্তমান পরিচালক মন্ডলীর সমর্থক ছাড়া অন্যান্য শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন ও না দেওয়ার মানসিকতার মধ্য দিয়ে ইতিমধ্যেই তা প্রকাশ হয়ে গেছে। ডেলিগেট নির্বাচনে বিশেষ পছন্দের ছাড়া অন্য বিরোধী কাউকে নির্বাচনে অংশগ্রহণ করানোর ক্ষেত্রে নারাজ, এই অভিযোগ জানিয়ে আজ সোমবার রামপুরহাট শহর এলাকার মধ্যে মিছিল সংঘটিত হয়। পরবর্তীতে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে আট জনের প্রতিনিধি দল গিয়ে এ আর ও র হাতে তাদের চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। দাবি সমূহের মধ্যে ছিল- অবিলম্বে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা এবং এই তালিকা পেতে ইচ্ছুক সকল শেয়ারহোল্ডার কে তা দেওয়া। নিয়ম-নীতি মেনে ইচ্ছুক সকল শেয়ারহোল্ডারকে ডেলিগেট নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া। গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করা। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণা করা, কোনরকম গোপনীয়তা চলবে না। সিপিআইএম বীরভূম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব মল্লিক একান্ত সাক্ষাৎকারে আজকের প্রতিবাদ, বিক্ষোভ সভা ও ডেপুটেশন প্রসঙ্গে বিস্তারিত আলোকপাত করেন। আজকের কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম জেলা কমিটির পক্ষে সঞ্জীব মল্লিক, অরূপ বাগ,গোরাচাঁদ গুপ্ত, এরুল শেখ প্রমুখ নেতৃত্ব।