সেখ রিয়াজুদ্দিনঃ
অল বেঙ্গল ইমাম-মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট এর বীরভূম জেলা কমিটির উদ্যোগে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক ওরফে কাজল শেখকে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান তার স্বরচিত কবিতার মাধ্যমে সভাধিপতির বিভিন্ন জনসেবা তথা সমাজসেবা মূলক কাজের ঘটনাবলি তুলে ধরেন কবিতার মাধ্যমে। পরবর্তীতে সভাধিপতির অফিস কক্ষেই সংগঠনের সদস্যদের সাথে এক প্রস্থ আলোচনাও সারেন। আলোচ্যসূচি হিসেবে উঠে আসে ইমাম মুয়াজ্জিনদের বিষয় ছাড়াও সংখ্যালঘু বিষয়ক ও আলোচনা করা হয়। বিশেষ করে সংখ্যালঘু দপ্তরের যে সমস্ত ডেভেলপমেন্ট ফান্ড বা স্কীম রয়েছে সেগুলোকে কার্যকরী করে জেলার বুকে আরো উন্নয়নমূলক কাজ করার আবেদন রাখেন সংগঠনের পক্ষ থেকে। যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের জন্য স্কিল ডেভেলপমেন্ট সেন্টার চালুর ব্যবস্থা। দরিদ্র ইমাম মোয়াজ্জিনদের জন্য আবাসনের ব্যবস্থা। পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের সুবিধা, কর্মসাথী প্রকল্পে নাম তোলার ব্যাপারে মসজিদে মসজিদে প্রচারের ব্যবস্থা। তাছাড়া ইমাম মোয়াজ্জিনদের যে ভাতা তা নিয়মিত করা। এছাড়া তারা যেন কোনো আইনি জটিলতার মধ্যে না জড়ায় তা দেখা। কমিউনিটি টয়লেট ও বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়ে আবেদন করা হয় সংগঠনের পক্ষ থেকে।সাথে সাথে ইমাম মুয়াজ্জিনদের সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত সমাজ সেবামূলক কাজ করা হয়ে থাকে সে বিষয়েও সবিস্তারে ব্যাখ্যা করে শোনালেন সভাধিপতিকে। এদিন সংবর্ধনা প্রদান ও আলোচনা স্থলে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্ট এর রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস,সংগঠনের জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সভাপতি মাওলানা এজাজুল হক, সম্পাদক মাওলানা শামীম আখতার। এছাড়াও ছিলেন হাফিজ মহম্মদ নাসিরউদ্দিন,আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম,জাকির হোসেন,মৌলানা আনসার আলী সহ অন্যান্য ইমাম ও মুয়াজ্জিনগন।