শম্ভুনাথ সেনঃ
কৃষি কাজে যন্ত্রের ব্যবহারের ফলে কম সময়ে কম খরচে বেশি উৎপাদন সম্ভব হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর স্থানীয় চাষীদের কৃষিকাজে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের হাতে ভর্তুকিযুক্ত যন্ত্রপাতি প্রদান করার উদ্যোগ নিয়েছে।বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরে আজ ৫ ডিসেম্বর এলাকার ১২ জন প্রান্তিক চাষীদের হাতে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। ধান ও গম ঝাড়াই এর জন্য মাল্টি ক্রপ প্রেসার মেশিন দুজন কৃষককে দেওয়া হয়। এই যন্ত্রের মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। তবে ১ লক্ষ টাকা ভর্তুকিতে এই মেশিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্লক সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার। এছাড়া ব্যাটারি চালিত স্প্রে মেশিন, খড়কাটা যন্ত্র বাকি ১০ জন কৃষকদের দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে আগামী দিনে আবেদনকারী অন্যান্য কৃষকদেরও তাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্র দেওয়া হবে বলে তিনি জানান। এদিন এই কৃষি যন্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা প্রমুখ।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম