শম্ভুনাথ সেনঃ
আজ ৬ ডিসেম্বর। ভারতের সংবিধান প্রণেতা ডঃ বি. আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। দেশ আজ সশ্রদ্ধচিত্তে ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরকে তাঁর ৬৮ তম মহাপরিনির্বাণ দিবসে স্মরণ করছে। সারাদেশের সাথে বীরভূমেও জেলা সদর সিউড়ি আম্বেদকর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনটি স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। ফুল মালায় ভরে যায় আম্বেদকর বেদী। এই উদ্যানে আজ ৬ ডিসেম্বর বিকেলে ডঃ বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তির শুভ উন্মোচন করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক। উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। উল্লেখ্য, গত বছর শহরের প্রাণকেন্দ্র জেলা স্কুল ময়দান নতুন সাজে সেজে উঠে। জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে ১ কোটি ২৬ লক্ষ ২৯ হাজার টাকা ব্যয়ে এই স্কুল ময়দানের সৌন্দর্যায়ন করা হয়। নতুন নামকরণ করা হয় “আম্বেদকর উদ্যান”। নবনির্মিত উদ্যানের উদ্বোধন করেন বীরভূমের ভূমিপুত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এই ময়দানে বাবা সাহেব আম্বেদকরের আবক্ষ মর্মর মূর্তি স্থাপন করা হবে বলে অতিরিক্ত জেলাশাসক কৌশিক সিনহা জানিয়েছিলেন। সেই সুচি অনুযায়ী জেলা পরিষদের উদ্যোগে এই উদ্যানে এবছর মর্মর মূর্তি স্থাপিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও এদিন যথোচিত শ্রদ্ধায় দিনটি পালিত হয়।