সন্তোষ পালঃ
শুভ অক্ষয় তৃতীয়া ও ঈদের দিন অপরাহ্নে বীরভূমের দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত আনন্দ আশ্রম নামাঙ্কিত বৃদ্ধাবাস ও অনাথালয়ের শুভ উদ্বোধন করলেন বীরভূম জেলার সমাহর্তা বিধান রায়। তিনি ছাড়াও এদিনে উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা, দুবরাজপুরের বিডিও রাজা আদক, সমাজ কল্যাণ আধিকারিক আদর্শ চাকমা, দুবরাজপুর নাগরিক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামা প্রসাদ মিশ্র, দুবরাজপুর নাগরিক সমিতির সভাপতি পূর্ণচন্দ্র গড়াই সহ আরো অনেকে। দুবরাজপুর ৮ নম্বর ওয়ার্ডের নতুনপল্লীতে বৃদ্ধাবাস কক্ষের উদ্বোধন করে জেলাশাসক বিধান রায় বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে তাই তিনি নাগরিক সমিতির এই প্রয়াসকে শুভেচ্ছা জানান। বিধায়ক অনুপ সাহা বলেন আমরা সমিতির পাশে আছি, থাকবো। সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক শ্যামাপ্রসাদ মিশ্র বলেন ১৯৯৩ সাল থেকে আমরা যে প্রয়াস চালিয়ে আসছি তা আজ পূর্ণ হল। তিনি জানান ২০ টি শয্যাবিশিষ্ট দশটি বৃদ্ধাবাস কক্ষ এবং ষ্টোররুমসহ মোট ১৩টি কক্ষের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় হয়েছে। এখানে বৃদ্ধ ও শিশুরা আনন্দের মাধ্যমে থাকতে পারবে। নাগরিক সমিতির সভাপতি পূর্ণচন্দ্র গড়াই বলেন জন্মলগ্ন থেকেই আমি এখানে আছি আগামী দিনে আমাদের এই প্রতিষ্ঠানটি যাতে আরো আরো সফল হয় তার জন্য সচেষ্ট থাকব। উপস্থিত অতিথিগণ নাগরিক সমিতির এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানান।