সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘ একমাস কেয়াম সাধনা তথা রমজান মাস পালনের পর মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা পালন করেন খুশির ঈদ। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি খয়রাসোল ব্লক এলাকার লোকপুর, খয়রাসোল ও কাঁকরতলা থানা এলাকার মুসলিম অধ্যুষিত গ্রামগুলিতে যথাযথ ভাবে পালিত হয় খুশীর ঈদ। সকালে মেঘের ঘনঘটা তথা প্রাকৃতিক দুর্যোগের আবহাওয়া স্বত্ত্বেও আদায় করা হয় ঈদের নামাজ। তবে বিভিন্ন মসজিদ বা ঈদগাহ কমিটির তরফে নামাজের সময়সূচী পরিবর্তন করা হয় ব্যাপক বৃষ্টির কারণে। নামাজ আদায়ের পর পরস্পর কোলাকুলি, মোসাফা ও শুভেচ্ছা বিনিময় সেই সাথে সেমোই, লাচ্ছা ইত্যাদি জাতীয় মিষ্টি দ্রব্যাদি দিয়ে চলে মিষ্টি মুখ করানোর পর্ব।