শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের নবী পল্লীর বাসিন্দা সানাম খাতুন নামে এক শিশু কন্যা মাস ছয়েক ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সে এই পুরসভার দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত রমা রানী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বর্তমানে সানাম কলকাতা টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে চিকিৎসাধীন। এই শিশু বয়সেই এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তের জন্য বিদ্যালয়ের শিক্ষক থেকে প্রতিবেশী আত্মীয়-পরিজন সকলেই উদ্বিগ্ন ও মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় সানামের অসুস্থের কথা জানতে পেরে এই দুঃসময়ে দুঃস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এ তথ্য জানান তার এক প্রতিবেশী পরিজন রোমিও জামান। গত ৭ ডিসেম্বর স্থানীয় সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা বিধানসভা থেকে ফিরে এসেই এদিন সন্ধ্যায় সানামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। ফল মিষ্টি সেই সঙ্গে কুড়ি হাজার টাকার চেক তুলে দেন সানাম এর বাবা ইমরান সেখের হাতে। এই দুরারোগ্য ব্যাধির কথা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছেন বলে বিধায়ক জানিয়েছেন। ওই শিশুকন্যা ক্যান্সারকে জয় করে আগের মতই সুস্থ জীবনে ফিরে আসার প্রার্থনা করেন তিনি। পরিবারের পাশে থাকার সাহস ও আশ্বাস দেন বিধায়ক।