শ্রীরামের জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেছে বহরমপুরের বিশ্বম্ভর

শম্ভুনাথ সেনঃ

গায়ে গেরুয়া বসন, গলায় তুলসী মালা, খালি পা। পিঠে লোটা কম্বল। হাতের ডানপাশে বাঁধা জাতীয় পতাকা, বাম পাশে শ্রীরাম লেখা জয়ধ্বজা। শ্রী রামের জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে একাই বেরিয়ে পড়েছেন পদব্রজে। মুখে শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি। এই পশ্চিমবাংলায় দুর্নীতির অপশাসন থেকে মানুষ মুক্ত হোক, ফিরে আসুক রাম রাজত্ব। তেমনি লক্ষ্যে শান্তির বার্তা নিয়ে পদব্রজে বেরিয়ে পড়েছেন বহরমপুরের বিশ্বম্ভর কলিতা। পথ চলতি বিশ্বম্ভর সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি একথায় জানান। গত ৪ ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার বহরমপুর চুনাখালি নিমতলা থেকে তিনি পদযাত্রা শুরু করেছেন। বাঘেশ্বর ধাম হয়ে শ্রীরাম জন্মভূমি অযোধ্যায় পৌঁছে যাবেন ২০২৪ এর জানুয়ারির শেষ দিকে। তাঁর এই পদযাত্রার সূচীতে রাস্তার উপর যে সকল ধর্মীয় স্থান ও তীর্থক্ষেত্রের অবস্থান, সেগুলি তিনি দর্শন করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের পদযাত্রা শুরু করছেন। ৯ ডিসেম্বর দুপুরে তিনি পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ বক্রেশ্বর ধাম দর্শন করেন। পায়ে হেঁটে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে রাম জন্মভূমি অযোধ্যার উদ্দেশ্যে যাওয়া এই বিশ্বম্ভর ব্যক্তিত্বকে এক ঝলক দেখার অপেক্ষায় রাস্তার মোড়ে মোড়ে ছিল উৎসুক মানুষের ভিড়। উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাম মন্দিরের একটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আর তার আগেই তিনি পৌঁছে যাবেন শ্রীরামের জন্মভূমিতে। দুচোখে স্বপ্ন নিয়ে বিশ্বম্ভরের এখন শুধুই পথ চলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *