
উত্তম মণ্ডলঃ
রাজনগর যুবকদের সংগঠন “আশিকানে তাজুশ শারিয়া কমিটি”র পক্ষ থেকে দু:স্থদের শীতবস্ত্র বিলি করা হলো রাজনগর এবং এ জেলার অন্যতম প্রতিষ্ঠান ছবিলা বিবির বৃদ্ধাশ্রমে। এ বিষয়ে সংস্থার তরফে সেখ কৌশর জানান, প্রতি বছর আমরা দু:স্থদের পাশে দাঁড়াই। নিজেরা চাঁদা করে এবং বিভিন্ন সহৃদয় মানুষের দানে এই প্রকল্প চলছে। যুবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।