
মহঃ সফিউল আলমঃ
বীরভূমের প্রান্তিক একটি ব্লক হল রাজনগর৷ এটি একটি প্রাচীন জনপদ৷ রাজনগরের ঐতিহাসিক রাজবাড়িও ইমামবাড়ার পিছনে অবস্থিত কালীদহ পুকুরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের তরফে স্নান ঘাট নির্মাণ করা হয় সম্প্রতি৷ ঐতিহাসিক গাব গাছ ও ফাঁসিঘরের সন্নিকটে উক্ত স্নান ঘাটটি নির্মাণ করা হয়েছে৷ এরফলে নিকটবর্তী বাজার এলাকা ও বিভিন্ন পাড়া থেকে মহিলারা যাঁরা কালী দহ পুকুরে স্নান করতে, কাপড় কাঁচতে আসেন তাঁদের খুবই সুবিধা হবে বলে মনে করছেন বাসিন্দারা৷ সিঁড়ি ধাপ সহ ঘাটটি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে৷ ফলে স্থানটি পূর্বের তুলনায় অনেকখানি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে বলে জানান স্থানীয় মানুষজন৷ শুধু তাই নয়, বছরের বিভিন্ন সময়ে কালীদহ পুকুরে প্রতিমা বিসর্জন করেন বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তা, আয়োজক তথা ভক্তরা৷ তাঁদেরও এক্ষেত্রে বিশেষ সুবিধা হবে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ এমন উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করার জন্য রাজনগর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন কালীদহ পুকুরের মালিক, অংশীদার, মাছ চাষী সহ সাধারণ মানুষ সকলে৷ বাসিন্দাদের আরও বক্তব্য, ঐতিহাসিক কালীদহ পুকুরটিকে সংস্কারের মাধ্যমে সাজিয়ে তুললে পর্যটকদের কাছে তা খুবই আকর্ষণীয় হয়ে উঠবে৷

