ভ্রাম্যমাণ রক্তদান শিবির দুবরাজপুরে

সন্তোষ পালঃ

গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এবং থ্যালাসেমিয়া রোগীদের রক্তের চাহিদা পূরণে আজ ৪ মে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বীরভূম জেলার দুবরাজপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে একটি ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হয় দুবরাজপুর মালঞ্চ অনুষ্ঠান ভবনে। সহযোগিতায় ছিল সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটি। দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন, সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, ডাক্তার শ্যামাপ্রসাদ মিশ্র পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দুবরাজপুর শাখার পক্ষে মধুসূদন মন্ডল, দুবরাজপুর বিজ্ঞান মঞ্চের সভাপতি চিন্ময় মন্ডল, সম্পাদক তন্ময় দে সহ আরো অনেকে। পৌরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন বিজ্ঞানমঞ্চ একের পর এক নানা ধরনের সামাজিক কাজ করে চলেছে। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রক্তের চাহিদা পূরণ হবে যা রোগীদের প্রাণদান করবে। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন রক্তদান প্রাণদান। তাই সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানান। ডাক্তার এসপি মিশ্র বলেন রক্তদান যাতে ঠিকমত ব্যবহার হয় সে বিশেষ নজর রাখা দরকার। সমব্যথী ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে প্রিয়নীল পাল জানান আমরা রক্তদান শিবিরের পাশাপাশি মরণোত্তর দেহদান, চক্ষুদান সহ একাধিক সামাজিক কাজে লিপ্ত রয়েছি। দুবরাজপুর বিজ্ঞান মঞ্চের পক্ষে মধুসূদন মণ্ডল জানান মানুষকে বিজ্ঞান মনস্কতা, একাধিক বিষয়ে সচেতনতার পাশাপাশি রক্ত দান শিবিরের উদ্যোগ নিয়েছি। আজ প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *