বীরভূমের “জয়দেব কেন্দুলী মেলা-২০২৪” এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত ভবনে

শম্ভুনাথ সেনঃ

কবি জয়দেবের স্মরণে বীরভুমের বৃহত্তম মেলা অনুষ্ঠিত হবে পৌষ সংক্রান্তিতে। আজ ১৩ ডিসেম্বর সেই জয়দেব কেন্দুলি মেলা-২০২৪ এর প্রস্তুতি সভা বসে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতে ভবনে। বীরভূম জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিন। এই সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধানচন্দ্র রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, এস.ডি.পি.ও নিখিল আগরওয়াল ও জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মদক্ষ রবি মুর্মু সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ২০২৪ এ জয়দেব কেন্দুলি মেলা কিভাবে পরিচালনা করা যাবে সেই বিষয়ে পর্যালোচনা করা হয়। এদিন এই আলোচনা সভায় জয়দেব কেন্দুলী মেলা আশ্রম কমিটি সদস্যরা, স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা ও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই সভায় অংশগ্রহণ করে। পানীয় জল থেকে আরম্ভ করে বিদ্যুৎ, শৌচালয়, পরিবহন এমন বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। মেলা দর্শনার্থী এবং ব্যবসায়ীদের উন্নত পরিষেবা প্রদান করা যায় এইরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন মেলা কমিটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *