বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুরে তন্তুবায় সমাজের অন্নপূর্ণা পূজা ও নবান্ন উৎসব

শম্ভুনাথ সেনঃ

কৃষিনির্ভর বীরভূমে পাকা ধান যেন মৃত সঞ্জীবনী। কার্তিক মাস থেকে ধান কাটার কর্মকাণ্ড শুরু হলেও তার রেশ চলে অগ্রহায়ণের শেষ পর্যন্ত। বাড়ির খামারে-উঠোনে নতুন ধানের সুগন্ধে সারা অগ্রহায়ণ জুড়ে চলে “নবান্ন উৎসব। প্রতিবছর নতুন অন্ন গ্রহণের এ এক লৌকিক প্রথা। যদিও এবার বীরভুমে তেমনভাবে বৃষ্টি না হওয়ার কারণে অনেক এলাকায় চাষ হয়নি। নবান্ন উৎসব অনেকটাই ম্লান। তবুও চিরাচরিত প্রথা অনুযায়ী আজ ২৬ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর) বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামের তন্তুবায় সমাজের অন্নপূর্ণা পূজায় ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। এই পূজাকে ঘিরেই অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। গ্রামীণ সংহতি রক্ষায় এ এক লোকায়ত পার্বণ। গ্রামের অন্নপূর্ণা মন্দিরে মা অন্নপূর্ণার কাছে ফুল, ফল, নৈবেদ্য,নতুন আতপ চালের ভোগ নিবেদন করা হয়। গ্রামের পুরোহিত নারায়ণ চক্রবর্তীর পৌরহিত্যে অনুষ্ঠিত হয় মা অন্নপূর্ণা পূজা। পুষ্পাঞ্জলীর নিমিত্তে পাড়ার মা-মেয়েরা মিলিত হয় অন্নপূর্ণা মন্দিরে। আজ এই তন্তুবায় সদস্যদের বাড়িতে অরন্ধন দিবস পালিত হয়। এদিন পাড়ার সকল সদস্য মিলে নতুন অন্নে হয় পঙতি ভোজ। সেকথা জানিয়েছেন উদ্যোক্তাদের এক সদস্য তপন দাস। নবান্ন উৎসব উপলক্ষে দুদিন ধরে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *