শম্ভুনাথ সেনঃ
শাসক তৃণমূল নেতাদের মদতে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধভাবে চলছে বালি চুরি। বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েত এলাকায় ময়ূরাক্ষী নদীর ৫ টি ঘাট থেকে দিনের পর দিন অবৈধভাবে তোলা হচ্ছে বালি। নেই কোন বৈধ কাগজ, সরকার পায়না রয়েলটি। তাঁর উপর ওভারলোড ডাম্পারের দৌড়ত্বে দিনের পর দিন প্রাণ হারাচ্ছে অসহায় মানুষজন। এমন সব একগুচ্ছ অভিযোগ এবং তার প্রতিবাদে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার নেতৃত্বরা ১৩ ডিসেম্বর বিকেলে বীরভূমের কোটাসুর এলাকায় একটি পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের সারদা মোড় থেকে এই পদযাত্রা শুরু হয়। অন্তত ৫০০ জন বিজেপির দলীয় কর্মী সমর্থক ৫ কিলোমিটার পথ হেঁটে কোটাসুর মোড়ে পথ অবরোধ করে। পদযাত্রায় নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সহ সভাপতি শ্যামাপদ মণ্ডল, দুধকুমার মন্ডল স্থানীয় মন্ডল প্রেসিডেন্ট সঞ্জয় নন্দী, অসীম মন্ডল প্রমুখ নেতৃত্ব।