বীরভূমের সিউড়ি ডি.আই অফিসে “গৃহশিক্ষক কল্যাণ সমিতি’র” পক্ষ থেকে ডেপুটেশন

শম্ভুনাথ সেনঃ

সরকারী স্কুল শিক্ষকদের অবৈধভাবে টিউশন করার প্রতিবাদে বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ ১৪ ডিসেম্বর, দুপুরে বীরভুমের সদর সিউড়িতে ডি.আই. অফিসে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, মহামান্য আদালত গত ০১/০৫/২০২৩ তারিখ স্কুল শিক্ষকদের অবৈধভাবে প্রাইভেট টিউশনে নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও কলকাতা নিবেদিতা ভবন থেকে জেলা স্কুল পরিদর্শক দিগকে যে সব স্কুল শিক্ষক আইন অমান্য করে প্রাইভেট টিউশন করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে স্কুল পরিদর্শক বিভিন্ন প্রাইভেট টিউশন রত স্কুল শিক্ষকদের কাছ থেকে মুচলেকা নিয়েছেন আগেই। তারপরেও এখনো জেলায় প্রাইভেট টিউশন করে যাচ্ছেন বহু স্কুল শিক্ষক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের এই ডেপুটেশন কর্মসূচি। এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্বে দেন বীরভূম জেলা গৃহশিক্ষক কল্যাণ সমিতির জেলা সম্পাদক সুব্রত পাত্র, জেলা সভাপতি অভিজিৎ চট্টরাজ প্রমুখ। এদিন বীরভূম জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে অন্ততঃ ১০০ জন গৃহশিক্ষক-শিক্ষিকা এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অলিকেন্দু চক্রবর্তী, বীরভূম জেলা সহ সম্পাদিকা রিনটি দাস, বোলপুর ইউনিট সভাপতি শ্যামল মাজি, কুণাল চক্রবর্তী প্রমুখ। এদিন সিউড়ি ডি.আই.অফিসে জেলা স্কুল শিক্ষা পরিদর্শক চন্দ্রশেখর জাউলিয়ার হাতে এই ডেপুটেশন জমা দেওয়া হয়। তাছাড়া স্কুল শিক্ষক প্রাইভেট টিউশন করছেন এমন দেড়শ জনের নামের তালিকা সঙ্গে দেওয়া হয় হয় বলে সমিতির সম্পাদক সুব্রত পাত্র জানিয়েছেন। জেলা স্কুল পরিদর্শক অভিযুক্ত প্রাইভেট টিউশন রত স্কুল শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ী: বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *