
শম্ভুনাথ সেনঃ
রেডিও প্রেমী, লেখক ও শ্রোতাদের নিয়ে “আনন্দধারা” পরিবারের ১২ তম বার্ষিক মিলন মেলা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুর শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূমের অন্যতম রেডিও প্রেমী মানুষ চারুচন্দ্র রায়। এছাড়া আসন অলংকৃত করেন আকাশবাণী শান্তিনিকেতনের সঞ্চালিকা গোপা চ্যাটার্জী, অর্পিতা বন্দ্যোপাধ্যায়, সুমন মিশ্র, বৈশাখী মণ্ডল সহ অনেকেই। উল্লেখ্য, বীরভূমের রেডিওপ্রেমী শ্রোতাদের নিয়ে সত্যজিৎ দাসের উদ্যোগে ২০১০ সালে এই “আনন্দধারা” পরিবারের জন্ম হয়। এবারের এই ১২তম অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সজল কর্মকার, মৃত্যুঞ্জয় সামন্ত, কমলেশ মণ্ডল, গোপাল দাস বৈরাগ্য সহ অন্যান্য সদস্যরা। এদিন অনুষ্ঠানে হলদিয়া, হাওড়া, কলকাতা, হুগলী, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম সহ প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও রেডিও প্রেমীরা উপস্থিতি ছিলেন।প্রসঙ্গত বর্তমান সময়ে রেডিও শ্রোতাদের নিয়ে রাজ্যে বিভিন্ন পরিবার তৈরি হয়েছে। তাঁদের মধ্যে প্রাত্যহীকি পরিবার, বেতার বন্ধন, মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবার, এ.জে.সি.বোস বেতার পরিবার এবং বীরভুমের “আনন্দধারা”। এদিন প্রথমেই উপস্থিত সদস্যদের পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া রেডিও শ্রোতাদের নানা স্মৃতিকথা, কবিতা গান, নৃত্য অনুষ্ঠিত হয়। প্রকাশিত হয় আনন্দধারার ১২ তম বার্ষিক সংকলন সংখ্যা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলার অন্যতম রেডিওর প্রাত্যহিকী লেখক তানজিলাল সিদ্দিকী ও মীনা ঠাকুর।
