মার খাবো, রক্তাক্ত হবো কিন্তু নমিনেশন দেবো– সঞ্জীব বর্মন

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাট কো অপারেটিভ এগ্রিকালচার এন্ড রুল্যাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রাথমিকভাবে বাধার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ সিপিএমের। সেই বাধাকে প্রতিহত করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে বলে সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মনের বক্তব্য। তিনি আরও বলেন যে কিছুদিন আগেই ডেপুটেশন দেওয়ার সময় আমরা বলেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, সবাই নমিনেশন দেবে, মানুষ পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। যারা জিতবে তারা বোর্ড গঠন করবে। কিন্তু তৃণমূল ছাড়া কেউ নমিনেশন জমা দিতে পারবে না কোনো নির্বাচনে। এই প্রক্রিয়া কতদিন মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষ। তৃণমূল এর চাপিয়ে দেওয়া এই সংস্কৃতি মেনে নেবে ? মেনে নেবে না। প্রাথমিক ভাবে বাধা দেওয়া হয়েছিল। প্রতিরোধ হয়েছে, বাধা সরিয়ে আমাদের প্রার্থীরা নমিনেশন ফাইল করেছি। তৃণমূল কে বিশ্বাস নেই, আমরা ঘর পোড়া গরু-রক্ত সন্ধ্যায় ভয়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, মানুষের মনে নেই। মার খাবো, রক্তাক্ত হবো কিন্তু নমিনেশন দেব। অন্যদিকে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত বলেন বিরোধী দল তো স্বীকার করেছেন যে তারা নমিনেশন জমা দিয়েছেন। কোনো ধ্বস্তাধ্বস্তি হয়নি, জায়গাটা ছোটো ছিল। ন্যারো প্যাসেজে ঢুকতে পারছিল না যার জন্য ঠেলাঠেলি হয়েছে। আমি গিয়ে সিস্টেমের মধ্যে নিয়ে আসি, এতে রং চড়ানোর কিছু নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *