
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গে লাগামহীন দুর্নীতি, সারের কালোবাজারি, কৃষক আত্মহত্যার প্রতিবাদে এবং অন্নদাতা কৃষকদের অধিকারের দাবিতে আজ ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বীরভূমের সাঁইথিয়ায় ইউনিয়ন মোড়ে বিজেপির কিষান মোর্চার ডাকে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপকুমার সাহার নেতৃত্বে জেলার কর্মী-সমর্থকদের নিয়ে সাঁইথিয়া পুরশহরে একটি রেলি হয়। পরে শুভেন্দু অধিকারী কে কৃষক সমাজের ব্যবহৃত লাঙ্গল ও টোপা দিয়ে বরণ করে নেওয়া হয়। তিনি বক্তব্যে বলেন কৃষকদের নামে ভুয়ো একাউন্ট খুলে ভারত সরকারের পাঠানো পাঁচ হাজার কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। এই চোর সরকার বাংলায় কৃষকদের সর্বনাশ করেছে। কেন্দ্রের শস্যবীমা থেকে বাংলার কৃষকরা বঞ্চিত বলে বক্তব্য তুলে ধরেন।আগামী দিনে এই চোর তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার আহ্বান জানান তিনি।
