
শম্ভুনাথ সেনঃ

ভিন জেলায় ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে বীরভূমের স্কুল পড়ুয়া ক্রিকেটারদের নিয়ে আজ ১৯ ডিসেম্বর থেকে দুদিনের প্রশিক্ষণ শুরু হল। বোলপুর মহকুমায় শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের মাঠে এই ক্রিকেট প্রশিক্ষণে অংশ নিয়েছে জেলার ১৮ জন খেলোয়াড়। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পারুলডাঙ্গা বিশ্বপরিচয় ক্রিকেট অ্যাকাডেমি। তাদের সহযোগিতায় বিদ্যালয় অঙ্গনে গড়ে উঠেছে ক্রিকেট মাঠ। এই ক্রিকেট মাঠে খেলার সব রকমের সুযোগ সুবিধা আছে আছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস। বীরভুম ডিস্ট্রিক্ট এর এই দল এখানে প্র্যাক্টিস করে খুশি ব্যক্ত করেন। উল্লেখ্য,এখানে দুটি টার্ফ পিচ সঙ্গে বড়ো মাঠ যেখানে ক্রিকেটারদের ম্যাচ খেলার সুবিধা হচ্ছে। তাছাড়া রয়েছে দুটি কংক্রিট পিচ। বীরভুম জেলার মনোনীত ১৮ জন ক্রিকেটার প্রশিক্ষণ নিয়ে আগামী দিনে আন্তর্জেলা প্রতিযোগিতায় অংশ নেবে। প্রশিক্ষণ দেন ক্রিকেট একাডেমীর অধ্যাপক অভিজিৎ থান্ডার,ক্রীড়া শিক্ষক কৃষ্ণেন্দু রায়, অমল দাস প্রমুখ।
