শম্ভুনাথ সেনঃ
অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে আগামী ২৪ শে ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে ৫০ হাজার শঙ্খধ্বনিতে আন্দোলিত হবে আকাশ-বাতাস। এই অনুষ্ঠান গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছ।আর সেই আয়োজনের পূর্ব প্রস্তুতিতে সলতে পাকানোর কাজটি বীরভূমের চৈতন্যপুর গীতাভবন থেকে শুরু হয়েছে। উল্লেখ্য , চৈতন্যপুর গীতাভবন বীরভুমে গীতা প্রচার কেন্দ্র রূপে চিহ্নিত।আজ ১৯ ডিসেম্বর গীতাভবনের পার্থসারথি মঞ্চে শতাধিক মানুষ গীতা পাঠে অংশ নেন। যাদের মধ্যে অনেকেই উক্ত দিনে গীতা পাঠে অংশ নেবেন। আগামী ২৪ তারিখ বীরভূম থেকে কলকাতার অনুষ্ঠানে যাওয়ার জন্য বীরভূম থেকে দুটি স্পেশাল ট্রেন বরাদ্দ করছে রেল দপ্তর। এদিন এই তথ্য জানান খয়রাশোল ও দুবরাজপুর ব্লকের দায়িত্বে থাকা ২ সঞ্চালক অনুপম বাগ ও দেবজ্যোতি সিংহ। এছাড়াও বীরভূম থেকে বাসযোগে যাওয়ার ব্যবস্থা থাকবে বলে জানানো হয়। বীরভূমের খয়রাশোল ও দুবরাজপুর ব্লক থেকে সেদিনের অনুষ্ঠানে অন্তত আড়াই হাজার গীতাশ্রয়ী মানুষ সেদিনের গীতা পাঠে অংশ নেবেন বলে জানিয়েছেন চৈতন্যপুর গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দ মহারাজ।