শম্ভুনাথ সেনঃ
মাত্র ৩০ টাকায় লটারি কেটেছিলেন। কিন্তু একবারও ভাবেননি তার ভাগ্যে প্রথম প্রাইজ উঠবে। ভাগ্যের পরিহাসে রাতারাতি কোটিপতি হল পেশায় এক রাজমিস্ত্রি। তার নাম এসারুল কাজী। বাড়ি বীরভমের মুরারই গ্রাম পঞ্চায়েতের গোপালপুর, মাত্রাপাড়া। গত ২০ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ, ৩০ টাকা দিয়ে ৫ সেম নাইটের লটারি কেটে বাড়ী ফেরেন তিনি। আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালেই রেজাল্ট দেখে জানতে পারেন তার টিকিটেই লেগেছে প্রথম পুরস্কার ১ কোটি টাকা। তিনি এই টিকিট মুরারই থানায় জমা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি জানান অভাবের সংসারে মাঝেমধ্যে লটারি কাটতেন। তবে তার ভাগ্যে যে এক কোটি টাকা প্রাইজ পড়বে সে কখনো ভাবতে পারেনি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার অভাবের সংসার। এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন তিনি। তবে এই প্রাইজ পেয়ে অনেক খুশি ব্যক্ত করেন রাজমিস্ত্রি এসারুল কাজী। এই টাকায় তার অভাবের সংসারে এবার স্বচ্ছলতা আসবে বলে সে আশাবাদী। বাড়িতে তার এক ১৪ বছরের প্রতিবন্ধী পুত্রের জন্য এই টাকাটা কাজে লাগবে বলে জানায় লটারী বিজেতা এসারুল ।
ছবি ও ভিডিওঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম