বীরভূমের রাজনগর গার্লস স্কুলে বয়সন্ধিকালীন সচেতনতা শিবির ও সেমিনার

শম্ভুনাথ সেনঃ

প্রকৃতির স্বাভাবিক নিয়মে বয়ঃসন্ধিকালে শরীর ও মনে বেশ কিছু পরিবর্তন ঘটে যায়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পরিবর্তনটা হয় ব্যাপক।এই সময়ে মাসিক চক্র সম্পর্কে সচেতনতা এবং সাবধানতা বেশ জরুরী। কারণ মেয়েদের মাসিকের সময় ন্যাপকিন প্যাডের ব্যবহার এবং অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন বিষয়ে সজাগ না থাকলে কম বয়সে রোগ শরীরে বাসা বাঁধে। বীরভূমের ময়ূরেশ্বর ব্লকের নপাড়া মহিলা কল্যাণ সমিতির উদ্যোগে আজ ২১ ডিসেম্বর রাজনগর গার্লস স্কুলে বয়সন্ধিকালীন বিষয়ের উপর একটি সচেতনতা শিবির ও সেমিনার অনুষ্ঠিত হয়।শুরুতেই এই সেমিনারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোকপাত করেন সংস্থার পরিচালক চন্দন ব্যানার্জি। এদিন বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর অন্তত ২০০ জন ছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। মেয়েদের মাসিক সম্পর্কে সাবধানতা ও সচেতনতা, খোলাখুলি পরামর্শ এবং ন্যাপকিন ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বুঝিয়ে বলেন সংস্থার সভাপতি পম্পা ভদ্র, সদস্যা আশা মন্ডল, তপতী দে প্রমুখ।
উল্লেখ্য, প্রত্যেক বছর জরায়ু ক্যান্সারে ক্রমাগত মৃত্যুর সংখ্যা বাড়ছে। একটি সরকারি পরিসংখ্যানে জানা গেছে ২০২১-২২ অর্থবর্ষে জরায়ু ক্যান্সারে মৃত্যুর সংখ্যা সারা ভারতবর্ষে ১ লক্ষ ২২ হাজার ৮৮৪ জন। এর বেশিরভাগ কারণটাই হচ্ছে অপরিষ্কার অস্বাস্থ্যসম্মত স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করা। এদিন সচেতনতা শিবিরের পর ছাত্রীদের হাতে সংস্থার পক্ষ থেকে নিঃখরচায় স্বাস্থ্যসম্মত, দীর্ঘমেয়াদী ব্যবহারযুক্ত কটনের সুন্দর স্যানিটারী ন্যাপকিন সেট বিতরণ করা হয়। এই সেমিনারে বিদ্যালয়ের শিক্ষিকা অপর্ণা সিংহ সহ অন্যান্য শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *