শম্ভুনাথ সেনঃ
বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে আজ ২২ ডিসেম্বর সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড়। আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস একটি মামলায় ১২ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেন। উল্লেখ্য, ২০১৩ সালের গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পরদিন ২৩ জুলাই বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামে এক সিপিএম কর্মী ২৮ বছর বয়সী হুমায়ূন মীরের উপর চড়াও হয় প্রতিপক্ষ তৃণমূল। তাঁকে বাঁশ, লাঠি সহ বিভিন্ন জিনিস দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। গুরুতর যখন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৪ জুলাই বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার পর সেদিনই রামপুরহাট থানায় ১৪ জনের নামে দাদাকে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের বোন জাসমীনা খাতুন। অভিযোগের ভিত্তিতে রামপুরহাট মহকুমা আদালতে ১৪ জন অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করে রামপুরহাট থানার পুলিশ। মামলা চলাকালীন ২ জন অভিযুক্তের মৃত্যু হয়। আজ রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক গুরুদাস বিশ্বাস ১২ জনকেই যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিয়েছেন বলে জানিয়েছেন রামপুরহাট আদালতের সরকারি আইনজীবী অতীন্দ্র কুমার মন্ডল।