
শম্ভুনাথ সেনঃ
অঙ্গনওয়ারি কেন্দ্রের খিঁচুড়িতে আস্ত সেদ্ধ ইঁদুর। সেই খিঁচুড়ি খেয়ে আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে আজ ২৩ ডিসেম্বর বীরভূমের নলহাটির কুরুমগ্রামের মহিষপাড়া ৩ নম্বর অঙ্গনওয়ারি কেন্দ্রে। এই অঙ্গনওয়ারি কেন্দ্র থেকে নথিভুক্ত শিশু ও গর্ভবতি মহিলা মোট ৭৩ জনকে খিঁচুড়ি দেওয়া হয়। সেই খিঁচুড়ি খাওয়ার সময় কেউ ইঁদুরের পা, কেউ ইঁদুরের লোম দেখতে পান। এরপর তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। এই খবর ছড়িয়ে পড়তেই অঙ্গনওয়ারী কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ওই অঙ্গনওয়ারী কেন্দ্রের আজকের খিঁচুড়ি রাঁধুনি লক্ষ্মী মহারাজ। তার দাবী তিনি চাল ও ডাল ভালো করে ধুয়ে বেছে রান্না করেছেন। ‘কিভাবে খিঁচুড়িতে ইঁদুর পড়ল সেটা বুঝতে পারছি না’। এলাকার বাসিন্দা পূর্ণিমা মন্ডল, লক্ষ্মী মন্ডলরা ওই অঙ্গনওয়ারী কেন্দ্রের রাঁধুনির গাফিলতির জন্য এমন ঘটনা বলে অভিযোগ আনেন। স্থানীয় বিডিও সৌরভ মেহেতা রাঁধুনির গাফিলতির জন্য এমন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন, বিষয়টির তদন্ত করা হবে বলেও তিনি জনসমক্ষে জানান।