
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ ও ২ নম্বর ব্লক এলাকায় ২২ ডিসেম্বর “দুয়ারে কর্মসূচি” পরিদর্শনে আসেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের স্পেশাল সেক্রেটারি জয়শ্রী দাসগুপ্ত। সংগে ছিলেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

এদিন মুরারই ১ নম্বর ব্লকের পলসা অঞ্চলের কমিউনিটি হলে দুয়ারে সরকার কর্মসূচি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী, জয়েন্ট বিডিও জাগ্রত চৌধুরী সহ প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন স্পেশাল সেক্রেটারি মুরারই দু’নম্বর ব্লকের পাইকর কাশিমনগর কিষাণ মান্ডিতে অনুষ্ঠিত দুয়ারে সরকার কর্মসূচিও পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন মুরারই দু নম্বর ব্লকের বিডিও মিন্টু ঘোষাল, কৃষি দপ্তরের এডিও অনুপম হালদার প্রমুখ। উল্লেখ্য, এদিন মুরারই ১ এক নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তর থেকে ৬ জন উপভোক্তাদের স্বনির্ভর করার লক্ষ্যে ৬ টি বকনা গরু দেওয়া হয় বলে জানিয়েছেন ব্লকের প্রাণীসম্পদ আধিকারিক ডাঃ অচিন্ত্য মহান্তি।

ছবি ও ভিডিওঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম।