বীরভূমের তিনটি মহকুমায় ৫২ টি কেন্দ্রে ১৭ হাজারের বেশি টেট পরীক্ষার্থীর পরীক্ষা অনুষ্ঠিত হল

শম্ভুনাথ সেনঃ

সারা রাজ্যের সাথে আজ ২৪ ডিসেম্বর বীরভূমেও প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা (TET) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো। পরীক্ষা শুরু হয় বেলা ১২ টায় চলে দুপুর ২:৩০ টা পর্যন্ত। ১১ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় নির্ধারিত ছিল। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে যাবতীয় বন্দোবস্ত নেয় জেলা ও পুলিশ প্রশাসন। বায়োমেট্রিক আইডেন্টিটির মাধ্যমে পরীক্ষার্থীদের চিহ্নিতকরণ করা হয়।
কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি।উল্লেখ্য, রাজ্যে এবার ৩ লক্ষ ৯ হাজার চাকরি প্রার্থী ৭৭৩ টি কেন্দ্রে টেট পরীক্ষায় বসেন। এ বীরভূমে সিউড়ি, রামপুরহাট ও বোলপুর এই তিনটি মহকুমার ৫২ টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ২০০ জনের বেশি। তবে বেশ কিছু কেন্দ্রে পরীক্ষার্থীর অনুপস্থিতির খবর পাওয়া গেছে। উল্লেখ্য, বিগত টেট পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আজও চাকরি পায়নি। তাই পরীক্ষার্থীদের অনেকেরই চোখে মুখে ছিল হতাশার ছাপ। প্রসঙ্গত গত ১০ ডিসেম্বর টেট পরীক্ষার দিন নির্ধারিত হলেও পরে তা পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *