শম্ভুনাথ সেনঃ
বীরভূমে কবিগুরুর শান্তিনিকেতনে আজ ৭ পৌষ শুরু হল ১৮০ তম পৌষ উৎসব ও পৌষমেলা৷ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি এই ঐতিহ্যবাহী মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকে গৌড়প্রাঙ্গণ ও ছাতিমতলায় বৈতালিক, ব্রহ্ম উপাসনা, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিশ্বভারতীতে শুরু হয় পৌষ উৎসব। উল্লেখ্য, ২০১৯ সালের পর ফের এবার পূর্বপল্লীর মাঠে ফিরেছে পৌষমেলা। যদিও এবার এই মেলার আয়োজক রাজ্য সরকার ও বীরভূম জেলা প্রশাসন।
প্রসঙ্গত ৭ পৌষ ব্রহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর৷ সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর অনুষ্ঠিত পৌষ উৎসব হয়। প্রথা অনুযায়ী এবার ১৮০ তম পৌষ উৎসবের সূচনা হলো। সেইসঙ্গে পৌষমেলা। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ আশ্রমিক, পড়ুয়া, প্রাক্তনী ও জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। প্রতিদিনই মেলার মঞ্চে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
৩ বছর পর পূর্বপল্লীর মাঠে ফিরেছে এবার পৌষমেলা। স্টলের সংখ্যা অন্তত ১২০০। এই মাঠে শেষবার মেলা হয়েছিল ২০১৯ সালে। এবার পূর্বপল্লীর মাঠে মেলা ফেরায় খুশির হাওয়া শান্তিনিকেতনে। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।