সেখ রিয়াজুদ্দিনঃ
প্রাকৃতিক দুর্যোগ কাটতেই শীতের প্রকোপ দেখা দিয়েছে বেশ জাঁকালো ভাবে।শীতে একপ্রকার কমবেশি সমস্ত বয়সের মানুষের মধ্যে জবুথবু ভাব। বিশেষ করে যে সমস্ত লোকজন অসহায় অবস্থায় স্টেশন চত্বর কিম্বা কোনো প্রতিক্ষালয় তথা রাস্তার ধারে শীতের প্রকোপ সহ্য করে রাত কাটান, তাদের সাহায্যার্থে শীতবস্ত্র তথা কম্বল বিতরণ করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে।জানা যায় যে,হিষাডহরী ইউনিভার্সাল হেলপিং হ্যান্ডস ওয়েলফেয়ার সোসাইটি নামক সংস্থার পক্ষ থেকে রবিবার সাঁইথিয়া রেল স্টেশন চত্বর এলাকায় অসহায় অবস্থায় পড়ে থাকা ব্যাক্তিদের খোঁজ খবর নিয়ে এমনকি চাক্ষুষ দেখে তাদের হাতে কম্বল তুলে দেন। এদিন টোটো করে ষাটখানা কম্বল বিতরণ করার উদ্দেশ্যে সংস্থার সদস্যরা ঠান্ডা উপেক্ষা করে বেরিয়ে পড়েন। সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে, শীতবস্ত্র বিতরণ সহ রক্তদান কর্মসূচির মতো বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকি। আজকে সাঁইথিয়া রেল স্টেশন চত্বর এলাকায় কম্বল বিতরণ করলাম, এরপর সিউড়ি সহ অন্যান্য স্টেশন চত্বর এলাকায় বিতরণ করা হবে। তারপর গ্রাম এলাকায় ও যাওয়া হবে। বিভিন্ন মানুষের র্আর্থিক সাহায্যে এই বিতরণ কর্মসূচি বলে জানা যায়।