বীরভূমের জয়দেব-কেন্দুলীতে চূড়ান্ত পর্বের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগ ও পরিচালনায় অঞ্চল কাপ-২০২৩ চূড়ান্ত পর্বের ক্রিকেট টুর্নামেন্ট আজ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হলো। স্থানীয় রামপুর মাঠে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে “টিকরবেতা গৌরাঙ্গ ক্লাব” এবং ভরাঙ্গী বাণী সংঘ”। টানটান উত্তেজনা, বিপুল উৎসাহ এবং ৭-৮ হাজার ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে শুরু হয় এই প্রতিযোগিতা। এলাকার যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যে জয়দেব কেন্দুলী গ্রাম পঞ্চায়েত দীর্ঘ ১৫ বছর ধরেই এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু করেছে। এ তথ্য জানিয়েছেন যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও সুব্রত ঘোষ। গত ১৪ ডিসেম্বর ৩৮ টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়।

আজকের এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা (হালদার), স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস প্রমুখ। এই প্রতিযোগিতায় অঞ্চল কাপ-২০২৩ জিতে নেয় ভরাঙ্গী বাণী সংঘ। স্থানাধিকারীদের হাতে মন্ত্রী চন্দনাথ সিনহা অঞ্চল কাপ ও অন্যান্য পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল খালেক মল্লিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *