শম্ভুনাথ সেনঃ
ধান বিক্রিতে অতিরিক্ত ধলতা নেওয়ার কারণে বীরভুমের মুরারই দু’নম্বর ব্লকের কাশিমনগর কিষাণ মান্ডিতে আজ ২৬ ডিসেম্বর এলাকার চাষীরা ধান বিক্রি বন্ধ করে দেয়। এলাকার চাষীদের অভিযোগ মিল মালিকরা কুইন্টাল প্রতি ৮ কেজি করে বাড়তি (ধলতা) নিচ্ছে। কৃষকরা এই পরিমাণ ধলতা দিতে নারাজ। তারই পরিপ্রেক্ষিতে ধান বিক্রি যেমন বন্ধ করে দেন, তেমনি মিল মালিকদের ট্রাক মান্ডি থেকে বের হতে দেব না বলে দাবি তোলেন কৃষকরা। উল্লেখ্য, চলতি বছরে সরকারিভাবে কুইন্টাল প্রতি ধানের মূল্য ২,১৮৩ টাকা নির্ধারিত হয়েছে। সেই সঙ্গে আরো ২০ টাকা কৃষকদের উৎসাহ বাবদ দেওয়া হয়। আজকের এই ঘটনা স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন কুতুবপুরের এক কৃষক ওসমান আলী।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম