উত্তম মণ্ডলঃ
প্রায় চারশো একষট্টিজন কৃষক গ্রাহকের পাঁচ হাজার টাকা জমা থাকা সত্ত্বেও টাকা তুলতে না পারার অভিযোগ, ব্যাঙ্কের পাশ বই আপডেট করতে সমস্যা, মহিলাদের জন্য জায়গা বাড়ানো, ছাত্রছাত্রীদের ঠিকমতো পরিষেবা দেওয়া, বার বার নথি জমা দেওয়ার পরেও হয়রানি—সব মিলে পাঁচ দফা দাবিতে আজ রাজনগর ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তাঁতিপাড়া শাখায় স্মারকলিপি দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সিউড়ি তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে সভাপতি সঞ্জয় সেনের নেতৃত্বে কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই স্মারকলিপি দেওয়া হয়। নেতৃত্বে ছিলেন মণ্ডল সভাপতি সঞ্জয় সেন ছাড়াও রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ও সদস্য অনুপ গঁড়াই, ধনঞ্জয় দাস, রঘুনাথ গঁড়াই, তরুণ সাহাসহ বিভিন্ন স্থানীয় নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি নেতা ও রাজনগর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা অনুপ গঁড়াই জানান, পাঁচ দফা দাবিতে আমরা স্মারকলিপি দিলাম। আগামী দশদিনের মধ্যে আমরা এর সুরাহা চাই।