শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে শিখ শিখ সম্প্রদায়ের গুরুদুয়ারায় ২৬ ডিসেম্বর যথোচিত শ্রদ্ধায় “বীর বালক দিবস” পালন করা হয়”। তাদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন উপস্থিত মানুষজন। এদিন শিখদের ধর্মগ্রন্থ গুরুগ্রন্থসাহেব পাঠ করেন জ্ঞানীজি। গুরুদুয়ারা ট্রাষ্ট্রীয় বোর্ডের ধর্মেন্দ্র সিং সহ স্থানীয় বিশিষ্ট সমাজসেবী অরিন দত্ত, ধ্রুব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শিখদের দশম গুরু গোবিন্দ সিংয়ের পাঁচ এবং আট বছর বয়সি সন্তান সাহেবজাদাদের শহিদ হওয়ার স্মরণে এই ২৬ ডিসেম্বর ‘বীর বালক দিবস’ পালন করা হয়। শিখ সম্প্রদায়ের মানুষজন এই দিনটিকে যথোচিত শ্রদ্ধায় পালন করে। ভারতীয়ত্ব রক্ষায় এই দিনটি হার না মানা মানসিকতার প্রতীক হিসেবে চিহ্নিত। এদিন দুই বীর বালকের স্মৃতিচারণা, শ্রদ্ধার্ঘ্য, তাদের ত্যাগের ইতিহাস তুলে ধরেন জ্ঞানীজী।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম