বীরভূমের দুবরাজপুর পুরশহরে নক আউট টি-২০ ক্রিকেটের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর নায়কপাড়া স্পোর্টস ক্লাবের উদ্যোগ ও পরিচালনায় টি-টোয়েন্টি নক আউট ডিউস ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা আজ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হলো। স্থানীয় নায়কপাড়া স্পোর্টস ক্লাব ময়দানে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুবরাজপুর লালবাজার এঞ্জেল ক্লাব এবং ইসলামপুর থ্রিস্টার ক্লাব।

টানটান উত্তেজনা, বিপুল উৎসাহ উদ্দীপনায়, ৭-৮ হাজার ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে শুরু হয় এই প্রতিযোগিতা। এলাকার যুবসমাজকে মাঠমুখী করার লক্ষ্যে এই প্রতিযোগিতা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্লাব সম্পাদক তথা শিক্ষক রামরেণু নায়ক জানিয়েছেন। দীর্ঘ ২৯ বছর ধরেই এই ক্রিকেট প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এবার গত ১৭ ডিসেম্বর ১৫ টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্লাবের গেমস সেক্রেটারি উৎপল মাহাতা।

আজকের এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান পীযূষ পান্ডে, উপ পুরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর থানার আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। চূড়ান্ত পর্বের খেলা শেষে পুরপ্রধান পীযূষ পাণ্ডে স্থানাধিকারী লালবাজার এঞ্জেল ক্লাবকে উইনার্স ট্রফি সহ নগদ ৬ হাজার টাকা এবং ইসলামপুর থ্রি স্টার ক্লাবকে রানার্স কাপ সহ নগদ ৪ হাজার টাকা তুলে দেন। এছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার সহ উদীয়মান প্লেয়ার এর হাতে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রামদীপ নায়ক ও প্রেমনাথ দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *