শম্ভুনাথ সেনঃ
মনিমেলা মহাকেন্দ্রের পরিচালনায় সারা ভারত শিশু ও কিশোর ৮৩ তম শারীর শিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বীরভূমের আমোদপুর জয়দুর্গা হাইস্কুল প্রাঙ্গনে। ব্যবস্থাপনায় জয়দুর্গা মনিমেলা আমোদপুর। গত ২৪ ডিসেম্বর এই শিবিরের শুভ উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভিজিৎ সিংহ, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রশান্ত সাধু, রাজ্যসভার সদস্য মোঃ সামিরুল ইসলাম প্রমুখ। আজ ৩০ ডিসেম্বর এই শিবিরের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নীলাবতী সাহা, সাঁইথিয়া বিডিও সুজন পান্ডে, মণিমেলা মহাকেন্দ্রের সহ সভাপতি সরোজিৎ কুমার দে, শিবিরের সচিব উজ্জ্বল সেন সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পশ্চিমবঙ্গ সহ বিহার ঝাড়খন্ড এমন ভিন রাজ্য থেকে অন্তত ৩৫০ জন শিশু কিশোর ও ৫০ জন প্রশিক্ষক এই শিবিরে অংশগ্রহণ করে।৭ দিনের এই অনুষ্ঠানে সমবেত ব্যায়াম,নানা রাজ্যের লোকনৃত্য, ব্রতচারী, জিমন্যাস্টিক এমন নানা ইভেন্টে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোররা প্রশিক্ষণ নিয়েছে বলে জানান মণিমালা মহাকেন্দ্রের সহ-সভাপতি সরোজিৎ দে।