শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর সেঁজুতি সংস্থার আয়োজনে আজ ৬ জানুয়ারী থেকে শুরু হলো ‘বিজয়িনী নাট্য সমারোহ’-২০২৪। ৬-৯ জানুয়ারী চার দিনের এই নাট্য উৎসবে ১২ টি নাটক মঞ্চস্থ হবে। দুবরাজপুর “মামা-ভাগ্নে পাহাড়” সংলগ্ন অগ্রদূত ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে আজ এই উৎসবের উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভূম সাংসদ তথা চিত্রাভিনেত্রী শতাব্দী রায়। প্রধান অতিথি রুপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য তথা অভিনেতা অতনু সরকার। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পান্ডে। গৌরবময় অতিথির আসনে ছিলেন বীরভূম জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় সহ বিশিষ্ট কাউন্সিলর বৃন্দ। অনুষ্ঠান মঞ্চে এদিন “সেঁজুতির জীবন কৃতি সম্মাননা প্রদান করা হয়। এবার থিয়েটার অভিযানের কর্ণধার সুবিনয় দাসের হাতে এই স্মারক সম্মাননা-২০২৪” তুলে দেন পুরপিতা পীযূষ পান্ডে। এদিন সেঁজুতির স্মারক সংখ্যা প্রকাশিত হয়। ৪ দিনের এই নাট্য উৎসবে বীরভূমের সাঁইথিয়া, দুবরাজপুর সহ ভিন জেলা মুর্শিদাবাদ,দুই ২৪ পরগনা, কলকাতা মুর্শিদাবাদ,বর্ধমান, হুগলি থেকেও বিশিষ্ট নাট্যগোষ্ঠীর মোট ১২ টি নাটক মঞ্চস্থ হবে বলে জানিয়েছেন সেঁজুতির সম্পাদিকা সুমনা চক্রবর্তী। উদ্বোধক শতাব্দী রায় এদিন তাঁর অভিনয় জগতের নানা কথা তুলে ধরেন দর্শকদের কাছে।