
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরসভায় ৪ নং ওয়ার্ডে আজ সরকারি পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধন করেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়। আজ দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে দুবরাজপুর পুরপ্রধান পীযুষ পান্ডে,সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায়,বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং স্থানীয় বহু মানুষ উপস্থিত ছিলেন। এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল। এই নিয়ে দুবরাজপুর পুরশহরে দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। আগামী দিনে এখানে আরো একটি সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়। আজকের উদ্বোধন করা এই সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ ব্যয় হয়েছে ৩৩ লক্ষ ১৬ হাজার টাকা। এ তথ্য জানিয়েছেন পুরপ্রধান পীযূষ পান্ডে। এখান থেকে চিকিৎসা পরিষেবা ঔষুধ ও প্যাথলজিক্যাল সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন।
