দীপককুমার দাসঃ
লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৭ জানুয়ারী, রবিবার রামপুরহাট বিধানসভার মহম্মদবাজার ব্লকের রামপুর, হিংলো ও কাপিষ্ঠা পঞ্চায়েতে কর্মীদের নিয়ে সভা করেন সাংসদ শতাব্দী রায়। লোকসভা ভোটে কর্মীরা কতটা প্রস্তুত এবং কিভাবে প্রচারের কাজ করছেন সেই বিষয়গুলোই জানতে চান তিনি। তাছাড়াও প্রতিটি বুথ ভিত্তিক বর্তমান পরিস্থিতি, তৃণমূল কত ভোট পাবে এবং পঞ্চায়েত থেকে লিড হবে কিনা সেই বিষয়গুলোই কর্মীদের কাছে জানতে চান। গত পঞ্চায়েতে নির্বাচনে এই রামপুর ও কাপিষ্ঠা হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই দুটি পঞ্চায়েতে উল্লেখযোগ্য ফল করে বিজেপি। সেখানে কর্মীদের লোকসভা ভোটে কিভাবে প্রচার করতে হবে, কি বার্তা নিয়ে মানুষদের বাড়ি বাড়ি যাওয়া হবে সেই বিষয়ে আলোচনা করেন শতাব্দী রায়। এদিন রামপুর পঞ্চায়েতের কর্মীসভা শেষ করে হিংলো পঞ্চায়েতের সারেণ্ডা গ্রামে কর্মীদের নিয়ে সভা করেন। তারপর সেখান থেকে রান কাপিষ্ঠা পঞ্চায়েতের বলিহারপুর সম্মেলনী উচ্চ বিদ্যালয়ে।