শেষ হলো দুদিনের আনন পৌষালী নাট্যোৎসব

দীপককুমার দাসঃ

সিউড়ি রবীন্দ্র সদনে শনিবার ও রবিবার অনুষ্ঠিত হলো সিউড়ির আনন নাট্যগোষ্ঠীর পৌষালী নাট্যোৎসব। ৬ জানুয়ারী, শনিবার এই নাট্যোৎসবের উদ্বোধন করেন প্রবীণ লেটো শিল্পী হরকুমার গুপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সদস্য মলয় ঘোষ। এই অনুষ্ঠানে আনন সম্মাননা তুলে দেওয়া হয় লোকগানের শিল্পী রতন কাহারকে। প্রথম দিন মঞ্চস্থ হয় বহরমপুর যুগাগ্নি নাট্যদলের নাটক আপনজন। নাটকটির নির্দেশনায় ছিলেন দেবাশীষ সান্যাল। নাট্যোৎসবের দ্বিতীয় দিন রবিবার বাপী কুন্ডুর নির্দেশনায় দুবরাজপুর একলব্য নাট্যগোষ্ঠী বুনোহাঁস পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করে। আনন নাট্যগোষ্ঠীর পক্ষে স্বপন রায় বলেন, প্রতি বছর শীতের সময় আননের জন্মদিন উপলক্ষে নাট্যোৎসবের আয়োজন করা হয়। উৎসবের মূল লক্ষ্য নাট্যমোদী দর্শকদের কাছে টানা ও নতুন প্রজন্মকে নাটকের বিষয়ে উৎসাহিত করা। এই দুদিন নাট্যমোদী দর্শকদের ভিড়ে সরগরম ছিল সিউড়ির রবীন্দ্র সদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *