সনাতন সৌঃ
এ বছরও রাজ্যের বিদ্যালয়গুলিতে নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষাকে আকর্ষণীয় করতে পালিত হচ্ছে শিক্ষার্থী সপ্তাহ। কড়িধ্যা বিদ্যানিকেতনেও নানা কর্মসূচির মাধ্যমে পালিত হলো ২ জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত শিক্ষার্থীসপ্তাহ। পুস্তক বিতরণ, পরিবেশ পরিচ্ছন্নতা, সামাজিক সচেতনতা, বৃক্ষরোপন, ক্যুইজ, অঙ্কন ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সচেতনতার বার্তাসহ ছাত্র ছাত্রীদের নিয়ে পথপরিক্রমা করা হয়। সেইসঙ্গে বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী সহ বিভিন্ন সরকারী প্রকল্পের সুবিধা সহজে পাওয়ার জন্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুব্যবস্থা ব্যবস্থা করা হয় ইউকো ব্যাঙ্ক, কড়িধ্যা শাখার পক্ষ থেকে।
প্রতি শনিবার শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে ছাত্রীদের জন্য গানের প্রশিক্ষণ এবং ছাত্রদের জন্য অঙ্কন প্রশিক্ষণ শুরু হল এই শিক্ষার্থী সপ্তাহ থেকে। বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে এবং ছাত্র-ছাত্রী বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ছাত্র ছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এলাকার বেশিরভাগ পড়ুয়া যেহেতু অভাবগ্রস্ত, খেটে খাওয়া পরিবার থেকে আসে তাদের কথা ভেবে সরকার নির্ধারিত ফি ব্যতীত ছাত্রভর্তি পরিকল্পনায় অভিভাবকেরাও খুব খুশি। এতে ছাত্র সংখ্যাও যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের কাজ করতে সুবিধা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষক সুশোভন মণ্ডল। খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পঠন-পাঠনের উন্নয়নে সকল শিক্ষক শিক্ষিকার সমবেত প্রচেষ্টা এলাকার মানুষকে বিশেষভাবে প্রভাবিত করছে বলে জানালেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস।