শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরশহরে অবস্থিত মণিমহেশ হাসপাতালে ৮ জানুয়ারী হৃদরোগের চিকিৎসা পরিষেবার জন্য আধুনিক পরিকাঠামো যুক্ত “ক্যাথল্যাবে’র” উদ্বোধন হয়। জেলার বুকে সর্বপ্রথম এই উন্নতমানের ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। স্বস্তির খবর, এখন থেকে জেলায় হৃদরোগে আক্রান্ত রোগীদের আর জেলার বাইরে যেতে হবে না। তাছাড়া স্বাস্থ্যসাথী কার্ড এর মাধ্যমেই চিকিৎসা পরিষেবার সুবিধা মিলবে। পাশাপাশি এদিন থেকে এই বেসরকারি হাসপাতালে বহির্বিভাগ চালু হয়েছে।
এদিন উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন বীরভুম জেলা সমাহর্তা বিধান রায়। সঙ্গে ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ হিমাদ্রি কুমার আড়ি। এছাড়া উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, জেলা সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় প্রমুখ। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ দুবরাজপুর মামা-ভাগ্নে পর্যটন কেন্দ্র ‘পাহাড়েশ্বর’ সংলগ্ন এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে এই হাসপাতালের উদ্বোধন হয়।