সেখ রিয়াজুদ্দিনঃ
রামপুরহাট বিধানসভার রামপুরহাট -১ নং মণ্ডলএর অন্তর্গত কাপিস্টা গ্রাম পঞ্চায়েতের বিজেপি নির্বাচিত জয়ী মহিলা প্রার্থী তথা প্রধান মনিমালা দাস এর বাড়িতে পুলিশ গিয়ে হুমকি দেওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা সহ মহঃবাজার ব্লকের একাধিক বিজেপি কর্মী সমর্থক স্থানীয় থানায় উপরিউক্ত ঘটনা প্রসঙ্গে ওসির সাথে দেখা করতে যান। কিন্তু ওসি থানায় না থাকায় এস পি র সাথে দেখা করা হবে বলে জানান জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহা। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন মহম্মদ বাজার থানার পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। বিজেপির নির্বাচিত মহিলা প্রধানকে হুমকি দিচ্ছে, শ্লীলতাহানি করেছে তবুও পুলিশের কোনো সদর্থক ভূমিকা নেই। তাই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না গ্রহণ করলে আগামী ১৫ তারিখে মহম্মদ বাজার থানা ঘেরাও করা হবে। অপরদিকে কাপিস্টা গ্রাম পঞ্চায়েত প্রধান মণিমালা দাসের বক্তব্য যে, গত ২১ ডিসেম্বর পঞ্চায়েতের বডি মিটিং চলাকালীন তৃণমূলের সিন্টু পাল সহ তিন জন এসে টানা হেচড়া করতে থাকে। পঞ্চায়েত থেকে বের করে দেয় এবং প্রধান হিসেবে মানি না বলে চিৎকার করতে থাকে। আমার স্বামী ও ছেলে ঘটনার খবর পেয়ে তাদের কে বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় এবং তাদের নামে থানায় অভিযোগ করে। পরবর্তীতে সিন্টু পালদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেননি। উপরন্তু স্বামী ও ছেলেকে ধরার জন্য পুলিশ আসে বাড়িতে, তখন থেকেই দুজনেই ফেরার হয়ে আছে পুলিশের ভয়ে। পুলিশ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে প্রধান মণিমালা দাসের আক্ষেপ।