তীর্থকুমার পৈতণ্ডীঃ
১২ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে আদিবাসী সমাজের বড় উৎসব বাঁদনা পরব। তারই প্রস্তুতি চলছে ঘরের দেওয়াল নিকানোর মধ্য দিয়ে। লালমাটি, রাঙামাটি, মাঠের মাটি দিয়ে ঘরের দেওয়াল নিকানো হচ্ছে। তার উপর নানান ভেষজ রঙ আর তুলির টানে ফুটে উঠছে সুদৃশ্য কারুকার্য। ফুলগড়িয়ার চুরকি বেসরা, দোবাঁদির মনসা মুর্মু, বিনোদ মারাণ্ডী, বাহামনি টুডু সবাই নেমেছে তুলি হাতে। শুকনার দিদিমনি বাস্কির মতে, শুক্রবার হবে চান (স্নান), তারপরই হবে পুজোপার্বণ উৎসব।