বীরভূমের আমোদপুরে রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনে’র গ্রামীণ স্বাস্থ্য পরিসেবকদের নিয়ে প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো

শম্ভুনাথ সেনঃ

গ্রামীণ স্বাস্থ্য পরিসেবকদের একটি সংগঠন “রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনে’র” আজ ১০ জানুয়ারী প্রথম বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সাঁইথিয়া ব্লকের আমোদপুরে। যারা গ্রামীণ চিকিৎসার সঙ্গে যুক্ত এমন অন্তত ৫০০ জন স্বাস্থ্য পরিসেবক সদস্য এদিন সম্মেলনে যোগ দেন। সুকৃতি ভট্টাচার্যের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্থানীয় শিল্পীরা বাউল সংগীত পরিবেশন করেন। এদিন গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ। এছাড়া সাঁইথিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের এক প্রতিনিধি আশীষ চৌধুরী, আমোদপুর সরকারি স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ এম. এস.অতিক, বীরভূম জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ নাগর চন্দ্র কোনাই সহ সংগঠনের রাজ্য কমিটির সভাপতি সেখ সফিউল্লা, সাধারণ সম্পাদক সুজিত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন জেলা সভাধিপতি উপস্থিত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের কাজ কর্মের ভূয়সী প্রশংসা করেন। তাদের জীবন জীবিকায় সব রকমের সাহায্যের আশ্বাস দেন। স্থানীয় এক বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য তার বক্তব্যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের প্রয়োজনীয়তা এবং উপকারের কথা স্বীকার করেন। সবশেষে এদিন ১৭ সদস্যের বীরভূম জেলা কমিটি গঠন করা হয়। তাতে সর্বসম্মতিক্রমে জেসমিনারা বেগম সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে পুলক নন্দীর নাম ঘোষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *