
সনাতন সৌঃ
আজ ১২ জানুয়ারী সিউড়ীতে স্বামী বিবেকানন্দ গ্রন্থাগারে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উদযাপিত হলো যথাযথ মর্যাদা সহকারে। অনুষ্ঠানে প্রথমেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী কল্যাণ দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম মহা বিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থসারথি মুখোপাধ্যায়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রাণীশ্বর ভারত সেবাশ্রম সঙ্ঘের আবাসিক বিদ্যালয়ের ছাত্ররা। বিবেকানন্দের বাণী ও তাঁর আদর্শের চিন্তাধারাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন ছাত্রছাত্রী কবিতা আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে। এছাড়া বিবেক জাগ্রত করতে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অলোকা গাঙ্গুলী, অসীমা মুখোপাধ্যায়, সুদেষ্ণা সাহা, সুপ্রিয়া ঘোষাল, সুমিত্রা বড়াল, মানবী সরকার প্রমুখ। বিবেকানন্দ গ্রন্থাগারের পক্ষ থেকে জেলার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অশোক রায়, বিশিষ্ট শিক্ষানুরাগী অভিজিৎ মুখোপাধ্যায়, নয়াপ্রজন্ম পত্রিকার পক্ষে মিতা সরকার ও বিশিষ্ট শিক্ষানুরাগী অমিতাভ মুখোপাধ্যায় এই চার কৃতি ব্যক্তিত্বকে বিবেক সম্মান প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন চট্টোপাধ্যায়। এদিন জেলার বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত বিবেকবান মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
