শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের আয়োজনে মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশনের স্কুল ময়দানে একদিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। কোনো ভোটার পিছিয়ে থাকবে না এবং স্বচ্ছ ভারত মিশনের বার্তা ও সচেতনতার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন বলে জানিয়েছেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী। মুরারই এক নম্বর ব্লকের সঙ্গে মুরারই দু নম্বর ব্লকের আধিকারিক কর্মীদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন নলহাটি এক নম্বর ব্লকের বিডিও, মুরারই দু’নম্বর ব্লকের বিডিও সহ রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে। টসে জিতে মুরারই দু’নম্বর ব্লকের তরফে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। এক নম্বর ব্লক ব্যাট করতে নামেন। ওপেনিং এ ছিলেন রামপুরহাট এসডিও সৌরভ পান্ডে, মুরারই ব্লকের সংখ্যালঘু দপ্তরের শরীফ আহমেদ। শেষ পর্যন্ত মুরারই দু’নম্বর ব্লক ২৩ রানে পরাজিত হয়। জয়ী ও বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে এদিন সেরা ব্যাটসম্যান হিসেবে পুরস্কৃত হন।
ছবিঃ দীপু মিঞা, মুরারই, বীরভূম।