
শম্ভুনাথ সেনঃ
স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন সারা দেশ জুড়ে যথোচিত শ্রদ্ধায় পালিত হচ্ছে। স্বামীজীর জন্মদিন উপলক্ষে বীরভূমের লাভপুর ব্লকের মহোদরী গ্রামে আজ ১২ জানুয়ারী গীতা পাঠশালা’র উদ্বোধন হলো। অনুষ্ঠানের শুরুতে স্বামীজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। “আত্মার আত্মীয়” নামে এক মানব হিতৈষী সংস্থা সারা বীরভূমে ১৮টি গীতা মন্দির নির্মাণ করার সংকল্প নিয়েছে। সারা বীরভূম জুড়ে গীতাক্ষেত্র তৈরি করার জন্য আজ মহোদরী গ্রামে পঞ্চম গীতা পাঠশালার উদ্বোধন করেন উদ্যোক্তা রামপ্রসাদ ব্যানার্জি। ইতিমধ্যে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের নবগ্রাম, ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের কোটাসুর, সাঁইথিয়া ব্লকের পাহাড়পুর, লাভপুর ব্লকের আবাডাঙ্গায় (মূল কেন্দ্র) গীতা পাঠশালার উদ্বোধন হয়েছে। এদিন গীতা তত্ত্ব আলোচনা এবং বর্তমান সময়ে এই সংকটময় মুহূর্তে গীতাপাঠের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীকুমার সরকার, ড. অভিষেক ঘোষ, অজিত কুমার মুখোপাধ্যায়, সুনীল কুমার মন্ডল প্রমুখ। এদিন উদ্যোক্তা রামপ্রসাদ ব্যানার্জীর সঙ্গে এই পাঠশালার শিশু ও মায়েরা মিলে ৫১ কণ্ঠে গীতা পাঠ করেন। এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মহোদরী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল কুমার রুজ।
