
শম্ভুনাথ সেনঃ
প্ল্যান পারমিশন ছাড়াই বেআইনী গৃহ নির্মাণ। তাই আদালতের রায়ে ১৩ জানুয়ারী প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নির্মিত সরকারী বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন। ঘটনাটি বীরভূমের নলহাটী পুরসভায়। নলহাটি পুরসভার দাস পাড়ায় ৮ নম্বর ওয়ার্ডে ওই অবৈধভাবে নির্মিত কংক্রীটের বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করে পুরকর্মীরা। অবৈধভাবে সরকারী প্রকল্পে বাড়ী নির্মাণ করা হচ্ছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এলাকার এক বাসিন্দা সাইদুল ইসলাম। সেই মামলার পরিপ্রেক্ষিতে বাড়ি প্রাপক সেখ মেরাজুল এর ওই অবৈধ বাড়ি ভেঙ্গে ফেলার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ মত ওই অবৈধ বাড়ি ভেঙ্গে ফেলার কাজ শুরু করে নলহাটি পুরসভার কর্মীরা। এই বাড়ী ভাঙার সময় উপস্থিত ছিলেন পুরসভার কর্মী ইঞ্জিনিয়াররা।