প.ব. কৃষি দপ্তরের আধিকারিক সংগঠনের (সাটসা) বীরভূম জেলা ইউনিটের বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হল সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের আধিকারিকদের সংগঠন “স্টেট এগ্রিকালচার টেকনোলজিস্ট সার্ভিস এসোসিয়েশনে’র”(সাটসা) বীরভূম জেলা ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বীরভূমের সদর সিউড়িতে। ১৩ জানুয়ারী এই জেলা সম্মেলনে জেলার কৃষি দপ্তরের বর্তমান ও অবসরপ্রাপ্ত আধিকারিক প্রতিনিধিদের অন্তত ১০০ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। গৌরবময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান। কৃষি, কৃষক, এবং কৃষিবিদদের উন্নয়নের লক্ষ্যে উপস্থিত বক্তারা তাদের মতামত তুলে ধরেন।

সংগঠনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী দিনের পথ চলার পরিকল্পনা নেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শরদিন্দু পাল, সহ-সভাপতি মৃণালকান্তি বেরা, সংগঠন ও এস্টাবলিশমেন্ট এর যুগ্ম সম্পাদক দুলাল বিশ্বাস, সুরজিৎ রায়, অফিস সেক্রেটারি সন্দীপ্ত দাস প্রমুখ। সামাজিক স্বার্থ ও উন্নয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বীরভূমের সাঁইথিয়া সংলগ্ন কুন্ডলা সত্যানন্দ বয়েজ হোমের আবাসিক ছাত্রদের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। হোমের জন্য একটি কম্পিউটার, আলমারি এবং রিপিয়ারিং বাবদ অর্থ প্রদান করা হয় বলে সংগঠনের জেলা সম্পাদক সুখেন্দু বিকাশ সাহা জানিয়েছেন। ১০ জন ছাত্রের হাতে এদিন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *